Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সাম্প্রতিক কর্মকাণ্ড

 

১। ১০ টি শিক্ষা প্রতিষ্ঠানে শেখ রাসেল ডিজিটাল ল্যাব  ও ১ টি প্রতিষ্ঠানে স্কুল অফ ফিউচার স্থাপিত হয়েছে। 

২। ১৫ টি শিক্ষা প্রতিষ্ঠানে "আইসিটি ইন এডুকেশন লিটারেসি ও ট্রাবলশুটিং" বিষয়ক ১০ দিনের প্রশিক্ষণ।  

৩। পীরগঞ্জ উপজেলায় সকল ইউনিয়ন পরিষদে ফাইবার অপটিক্যাল ক্যাবল এর মাধ্যমে ব্রড ব্র্যান্ড ইন্টারনেট কানেকশন স্থাপন;

৪। উপজেলার সকল সরকারি দপ্তর ও ইউনিয়ন এর জন্য স্বতন্ত্র ওয়েব পোর্টাল তৈরি;

৫।  পেপারলেস দপ্তর প্রতিষ্ঠার জন্য পীরগঞ্জ উপজেলার বিভিন্ন দপ্তরে ডি-নথি কার্যক্রম চালুকরণ;

৬।  ২০২০ সালে ইনোভেশন শোকেসিং এ উপজেলা,জেলা ও বিভাগীয় পর্যায়ে পুরস্কার অর্জন;

৭। "হার পাওয়ার" প্রজেক্টের মাধ্যমে নারীর ক্ষমতায়ণ। 

৮। অত্র উপজেলায় কোভিড১৯ এর ভেক্সিন কার্যক্রমে সুরক্ষা এপ/ওয়েবে উপজেলা পর্যায়ে টেকনিক্যাল সহযোগিতা প্রদান ;

৯। "স্মার্ট অফিস ব্যবস্থাপনা (soms.gov.bd)"-  এর মাধ্যমে অফিসিয়াল কার্যক্রম ডিজিটাল পদ্ধতিতে পরিচালনা। 

১০। srdl.gov.bd এর মাধ্যমে ল্যাবসমূহ সুষ্ঠুরুপে পরিচালনা। 

Bangladesh Women ICT Frontier Initiative(WIFI) Launching

Bangladesh Women ICT Frontier Initiative(WIFI) Launching Women ICT Frontier Initiative(WIFI) শীর্ষক (Training of Trainers Workshop) TOT ওয়ার্কশপ টি আগামী ৩ ও ৪ জুলাই ২০১৭ তারিখে প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেলের সুরমা/মেঘনা হল রুমে অনুষ্ঠিত হবে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় স্পীকার "ড. শিরীন শারমিন চৌধুরী" , বিশেষ অতিথি হিসেবে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী "বেগম মেহের আফরোজ চুমকি" ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের মাননীয় প্রতিমন্ত্রী "জুনাইদ আহমেদ পলক" উপস্থিত থাকতে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতাধীন সংস্থা/প্রকল্প সমূহের মধ্যে বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ, ফোর টিয়ার জাতীয় ডাটা সেন্টার (4TDC) প্রকল্প ও a2i প্রোগ্রাম কর্তৃক সাম্প্রতিক সময়ে অর্জিত ০৩টি আন্তর্জাতিক পুরস্কার মাননীয় প্রধানমন্ত্রীর নিকট হস্তান্তর করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের মাননীয় প্রতিমন্ত্রী জনাব জুনাইদ আহ্‌মেদ পলক, এমপি এবং তাঁর সাথে ছিলেন উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব জনাব এন এম জিয়াউল আলম।

তথ্যপ্রযুক্তি অলিম্পিক খ্যাত The World Information Technology and Services Alliance (WITSA) এর ২১ তম আয়োজন গত ০৬-০৯ অক্টোবর ২০১৯ সময়ে আর্মেনিয়ার রাজধানী ইয়েরেভান-এ অনুষ্ঠিত হয়। উক্ত প্রোগ্রামের অ্যাওয়ার্ড নাইটে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ-কে WITSA Global ICT Excellence Awards-2019 পুরস্কার প্রদান করা হয়। বর্ণিত সম্মেলনে ০৫টি বিভাগের মধ্যে সবচেয়ে গৌরবজ্জ্বল সম্মাননা চেয়ারম্যান অ্যাওয়ার্ড অর্জন করে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ। WITSA 2019 এর নির্বাচক কমিটি ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন এবং উচ্চ প্রযুক্তি সম্পন্ন হাই-টেক পার্ক এর অবকাঠামো নির্মাণে গুরুত্বপূর্ণ অবদান রাখায় বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ-কে এই পুরস্কার প্রদান করেছে।

যুক্তরাজ্য ভিত্তিক প্রতিষ্ঠান Data Center Dynamics (DCD) বিশ্বব্যাপি হাই-টেক প্রযুক্তিতে অসামান্য অর্জনের জন্য ১০টি ক্যাটাগরীতে Award দিয়ে থাকে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতাধীন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল কর্তৃক বাস্তবায়নাধীন “ফোর টায়ার জাতীয় ডাটা সেন্টার (4TDC) স্থাপন” শীর্ষক প্রকল্প গাজীপুরের কালিয়াকৈর হাই-টেক পার্কে আন্তর্জাতিক মানের ডাটা সেন্টার স্থাপনের কাজ সম্পন্ন করেছে। এর প্রেক্ষিতে Data Center Dynamics (DCD) ডাটা সেন্টার কনস্ট্রাকশন ক্যাটাগরীতে ‘ফোর টায়ার জাতীয় ডাটা সেন্টার (4TDC) প্রকল্প’কে ‘DCD APAC Award-2019’ এর জন্য নির্বাচিত করে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিবসহ একটি প্রতিনিধি দল ফোর টায়ার ডাটা সেন্টার এর নির্মাণকারী প্রতিষ্ঠান ZTE Corporation Ltd. এর প্রধান কার্যালয়সহ তাদের ডাটা সেন্টার পরিদর্শনে গেলে গত ১৭ সেপ্টেম্বর ২০১৯ তারিখ চীনের সেনজেন শহরে ZTE Corporation Ltd. এর প্রধান কার্যালয়ে Data Center Dynamics (DCD), Shanghai এর Country Director Mr. Jonson Yang তথ্য ও যোগাযোগ প্রযুক্ত বিভাগের সিনিয়র সচিব এর নিকট ‘DCD APAC Award-2019’ প্রদান করেন।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের এটুআই প্রোগ্রাম কর্তৃক বাস্তবায়িত সরকারের কেন্দ্রীয় তথ্য, সেবা ও অভিযোগ ব্যবস্থাপনার কলসেন্টার '৩৩৩', ‘GovInsider’ কর্তৃক প্রদত্ত "GovInsider Innovation Award-2019”-এ এশিয়ার 'বেস্ট সিটিজেন এনগেজমেন্ট প্রজেক্ট' হিসেবে পুরস্কার অর্জন করেছে। ১৬ অক্টোবর ২০১৯ তারিখে ব্যাংককের জাতিসংঘ সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে Her Royal Highness Princess Sikhanyiso, Principal Princess of the Kingdom of Eswatini- এ পুরস্কার প্রদান করেন। উল্লেখ্য, ‘GovInsider’ হলো লেখক, ডেভেলপার, ইভেন্ট প্রোডিউসার্স, ডাটা সায়েন্টিস্ট এবং সরকারি কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত একটি সংস্থা। এটি এশিয়া প্যাসিফিক জুড়ে সরকারি উদ্ভাবন নিয়ে কাজ করে।